- শম্ভু চরন মন্ডল
সাতক্ষীরা জেলার অন্তর্গত আশাশুনি উপজেলার বদরতলা এলাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির শিক্ষার মান উন্নয়নের লক্ষে ১নং শোভনালী ইউনিয়নের তৎকালীন বিশিষ্ঠসমাজসেবক,শিক্ষানুরাগি বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা যাদব চন্দ্র মাহাত জমি দানের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেন। তার নামে নামাংকিত “বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়টি” উপজেলার ১ নং শোভনালী ইউনিয়নের বদরতলা নামক স্থানে ০১/০১/১৯৬৮ ইং খ্রিঃ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিদ্যালয়টি একাডেমিক ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্যের পাশাপাশি সহ শিক্ষায়ও অগ্রনী ভূমিকা পালন করে চলেছে |
বিদ্যালয়টির বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা ৫০৪ জন | নানা সীমাবদ্ধতার মাঝেও সকল শিক্ষক-কর্মচারী এবং গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ এলাকাবাসীর একান্ত সহযোগিতার ফসল বদরতলা বাসীর গৌরব “বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ”এর উত্তোরোত্তর সমৃদ্ধির জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি ।
( শম্ভু চরন মন্ডল)
সভাপতি
বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়